নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তখন দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পেরেছে।
বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্ম যার যার, উৎসব সবার। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করছে। বিএনপি-জামায়াত যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবার হিন্দু সম্প্রদায়ের ওপর আঘাত করেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজার নবমীতে গতকাল সোমবার তেরখাদা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় কালে এসব কথা বলেন। এমপি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমরা লড়াই করেছিলাম ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার প্রতিষ্ঠা করার জন্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব অন্যায় অত্যাচার ও ব নার বিরুদ্ধে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাংলাদেশ সংবিধানের অন্যতম মূলনীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যা সব ধর্মের অধিকারের নিশ্চয়তা দেয়। আমাদের সংবিধানে সব ধর্মের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা আপনাদের পাশে আছি। বিরোধী দল পূজা নিয়ে যেন ষড়যন্ত্র করতে না পারে, রাজনীতি করতে না পারে। সেজন্য হিন্দু-মুসলিম সবাই সতর্ক থাকবেন।
এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন, প্রফেসর সৌরেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মোতালেব হোসেন, ছাগলাদহ ইউপি চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, সমাজ সেবক এইচ এম আবুল হাসান, এম এ আলম, আওয়ামী লীগ নেতা মোঃ জনাব আলী শেখ, শেখ রাজা মিয়া, শেখ তবিবুর রহমান, মোল্যা জিয়াউর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক রাজা, সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, মোঃ আব্বাস মোল্যা, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা সুমি, শেখ শারাফাত হোসেন, আরিফুজ্জামান অরুন, আফজাল শেখ, শেখ তোফায়েল আহমেদ, সামছুল হক চৌহদ্দী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিচুল হক, খান ফরহাদুজ্জামান সুমন, কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম, শ্রমিকলীগ নেতা মোঃ জিল্লুর রহমান নান্নু, যুব মহিলা লীগের সভাপতি নাসিমা কবির, ছাত্রলীগ নেতা শেখ হোসাইন আহমেদ, শেখ আনারুল ইসলাম সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply