আ’লীগ নেতার ষড়যন্ত্রে ১৫ বছরেও এমপিও ভুক্ত হয়নি খুলনার ২ প্রতিষ্ঠান
- আপডেট :
Warning: Use of undefined constant January - assumed 'January' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant February - assumed 'February' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant March - assumed 'March' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant April - assumed 'April' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant May - assumed 'May' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant June - assumed 'June' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant July - assumed 'July' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant August - assumed 'August' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant September - assumed 'September' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant October - assumed 'October' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant November - assumed 'November' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant December - assumed 'December' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Saturday - assumed 'Saturday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Sunday - assumed 'Sunday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Monday - assumed 'Monday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Tuesday - assumed 'Tuesday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Wednesday - assumed 'Wednesday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Thursday - assumed 'Thursday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
Warning: Use of undefined constant Friday - assumed 'Friday' (this will throw an Error in a future version of PHP) in /home/natunsho/public_html/wp-content/themes/newspaper theme by shipon tech bd/single.php on line 147
শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার চাচাতো ভাই সেখ সালাউদ্দিন জুয়েলের প্রভাব খাটিয়ে ষড়যন্ত্র করায় ১৫ বছরেও আকিমুন সাঈদ বিজ্ঞান প্রযুক্তি স্কুল অ্যান্ড বিএম কলেজ এ দুইটি প্রতিষ্ঠান সরকারি এমপিও ভুক্ত না হওয়ার অভিযোগ উঠেছে। মোঃ কাজী মুনজেদ উদ্দীন আহম্মেদ চাঁন ,কাজী মোহাম্মদ মোমতাজ উদ্দীন আকাশ ও কাজী আলিম উদ্দীন এ তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ মুফতি মোঃ দিদারুল ইসলাম এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়লা ইসলাম।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সোনাডাঙ্গার দারুল আমান মহল্লার স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে্এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। ।
এসময় তারা বলেন, এ তিন জন আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী নেতা হওয়ার কারণে ক্ষমতা প্রদর্শন করে স্কুল এবং কলেজের ক্রয়কৃত জমি রেজিস্ট্রি না দিয়ে ২০০৯ সালে অনুমোদিত প্রতিষ্ঠান ২টি যাতে সরকারি এমপিও ভুক্তি না হয় সে জন্য তারা আ’লীগের তৎকালীর এমপি মন্ত্রীদের মাধ্যমে তদবীর করে প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি বারবার বাতিল করে দিয়েছে।
এ সময় অধ্যক্ষ মুফতি মোঃ দিদারুল ইসলাম বলেন, খুলনা সোনাডাঙ্গা থানাধীন দারুল আমান মহল্লায় আকিমুন সাঈদ বিজ্ঞান প্রযুক্তি স্কুল অ্যান্ড বিএম কলেজ এবং আমাদের বসত বাড়ি স্থাপনার জন্য ২০০৫ সালে মোঃ কাজী মুনজেদ উদ্দীন আহম্মেদ চাঁনের কাছ থেকে ০.১১৫০ একর এবং কাজী আলিম উদ্দীনের কাছ থেকে ০.০৫ একর সহ সর্বমোট ০.১৬৫০ একর জমি ক্রয় করি। নগদ ৯ লাখ ৬০ হাজার টাকা দিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে জমির মালিকদেরকে প্রদান করে চুক্তিপত্র দলিল সম্পূর্ণ করা হয়।
চুক্তিপত্র সম্পন্ন হওয়ার পর স্থানীয় ব্যক্তিবর্গ সাক্ষী স্বরূপ একটি হলফনামা নোটারী পাবলিক হতে রেজিস্ট্রি করে আমাদেরকে প্রদান করেন এবং যথা নিয়মে স্থানীয় ব্যক্তিবর্গের সামনে জমির চৌহদ্দী নির্ণয় করে উভয়ের মূল দলিলসহ সকল কাগজপত্র জমির মালিকরা আমাদেরকে হস্তান্তর করেন। আমরা জমির চৌহদ্দী বুঝে পাওয়ার পর জমির চারপাশে পাকা বাউন্ডারি ওয়াল ও সামনে পিছনে দুইটি বড় স্টিলের গেট নির্মাণ করি।
তিনি আরও বলেন, পরবর্তীতে ২০০৯ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম ও এইচএসসি (বিএম) শিক্ষাক্রম ২টি অনুমোদন পাই। ২০০৯ সাল থেকে ছাত্র-ছাত্রীরা নিয়মিত পাবলিক সমাপনী পরীক্ষায় স্কুল ও কলেজ শিক্ষাক্রম হতে বর্তমান পর্যন্ত সর্বমোট ১৬টি পরীক্ষায় অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফল অর্জন করতে সক্ষম হয়। দেড় বছর আগে আ’লীগ নেতা মোঃ কাজী মুনজেদ উদ্দীন আহম্মেদ চাঁন মারা গেলেও তার ছেলে কাজী মোহাম্মদ মোমতাজ উদ্দীন আকাশও ক্ষমতার দাপট দেখিয়ে আসছেন।
২০০৫ সালে জমি ক্রয় বাবদ সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরও এই পর্যন্ত জমির মালিকদের থেকে জমি রেজিস্ট্রি পাচ্ছি না। শুরু থেকে রেজিস্ট্রির কথা বারবার বলা সত্ত্বেও আজকাল বলে জমির মালিকরা প্রতারণার আশ্রয় নিয়ে আওয়ামী সরকারের ক্ষমতাবান ব্যক্তি হওয়ার কারণে পেশিশক্তি প্রদর্শন ও দলীয় ক্ষমতা প্রয়োগ করে আমাদের নামে উক্ত জমি রেজিস্ট্রি করে দিতে অস্বীকার করে। এবং আমাদের জামায়াত বিএনপির লোক বলে আক্ষায়িত করেন।
তাদের ক্ষমতার কারণে আমরা কোথাও অভিযোগ করেও সমাধান পাইনি। বহুবার আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা থানায় জিডিও করেছি। বর্তমান অন্তর্বন্তীকালীন সরকারের কাছে আমরা এ বিষয়ের সমাধান কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন
Leave a Reply