বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই দুই মাছ কোম্পানি থেকে ৫৬০ কেজি চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা মোংলা কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও হরিণের মাংসসহ আটক-৩ বাগেরহাটে খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ তালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক যুব সংলাপ তালায় নাগরিক কমিটির মাসিক সভা খালেদা জিয়া ও বিএনপি নেতা মিকাঈলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত রূপসা উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা খুলনায় ট্রাফিক সপ্তাহ শুরু
উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা শেষ, ভোটের অপেক্ষায় তেরখাদাবাসী

উপজেলা নির্বাচনে প্রচার-প্রচারণা শেষ, ভোটের অপেক্ষায় তেরখাদাবাসী

নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এবার ভোট দিবেন এক লাখ ৩ হাজার ৭৬৮জন ভোটার। এরইমধ্যে উপজেলা সার্ভারস্টেশন সুষ্ঠভাবে নির্বাচনীয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোট গ্রহণ করবেন এমন কর্মকর্তাদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণের যাবতীয় সরনজমাদি প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা সার্ভার স্টেশন সূত্রে জানা গেছে, এ উপজেলাটি ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ ৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ৫২ হাজার ৫১৫ আর মহিলা ৫১ হাজার ১৭৩ জন। মোট ৪৩ টি ভোটকেন্দ্রে ২৭৬ টি বুথে ভোট প্রদান করবেন ভোটাররা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু দোয়াত কলম প্রতীক ও আবুল হাসান মুসাল্লীর প্রতীক আনারস। এ অন্তিমলগ্নে ভোটাররা কাকে ভোট দিবেন এ নিয়ে হিসেব নিকেশ করছেন।

মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু এর আগে দুই বার নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তিনি গত ১০ বছরে অনেক উন্নয়ন করেছেন। দীর্ঘ ৪৭ বছর ধরে রাজনীতির সাথে নিজেকে সংশ্লিষ্ট রেখেছেন।

এবার তিনি নিয়েত করেছেন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে উপজেলার চেয়ারম্যানী করবেন আর জান্নাত কামাই করবেন। আপত দৃষ্টিতে জয়ের মালা কার ঘরে উঠে এনিয়ে ভোটারদের মাঝে ব্যপক বিশ্লেষণ রয়েছে।

এদিকে পুলিশের পাশাপাশি অন্যন্য আইন প্রয়োগকারী সংস্থা ভোটকেন্দ্রে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন। এদিকে ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস- চেয়ারম্যান পদেও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস-চেয়ারম্যান পদে শারাফাত হোসেন মুক্তি ‘টিউবওয়েল’, শেখ মোঃ তবিবুর রহমান ‘টিয়াপাখি’, এসএম ওবায়দুল্লাহ্ বাবু ‘উড়োজাহাজ’, শেখ মোঃ আনিসুল হক ‘তালা’ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রচারে পিছিয়ে নেই মহিলা ভাইস-চেয়ারম্যানরাও।

শামীমা আক্তার বিথী ‘হাঁস’, পাখিরানী বিশ্বাস ‘পদ্মফুল’, মলিনা আক্তার ‘কলস’, আঞ্জুয়ারা সুমী ‘ফুটবল’ মার্কায় ভোট প্রার্থনা করছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাইজুল ইসলাম বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮টা বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন সম্পন্ন হবে। ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

ভোট গ্রহণের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

খুলনায় ওয়েভ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *