বটিয়াঘাটা প্রতিনিধি : ওয়েভ ফাউন্ডেশনের এডভোকেসি নেটওয়ার্ক এর জেলা পর্যায়ের এৈমাসিক সভা গত বুধবার সোনাডাম্গার এনজিও ফোরামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।
এডভোকেসি নেট ওয়ার্ক বটি্যাঘাটা উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী খালিদ হাসান প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ দিঘলিয়া থেকে গোলাম রহমান, কাওসার আহমেদ, ফুলতলা থেকে মেরী আহমেদ, রুপসার দুলাল কৃষ্ণ দাস, বটিয়াঘাটার মনিরা বিশ্বাস, আবুল কালাম, ডুমুরিয়ার রবীন দাস, অধ্যাপক হারুন রশীদসহ আরো অনেকে।
সভায় আগামী বিভাগীয় সন্মেলন প্রতিটি উপজেলা থেকে একটা করে ভালো কাজের প্রেজেন্টেশন ছবিসহ উপস্থাপনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
Leave a Reply