নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর হাদিস পার্ক এলাকা থেকে এক লাখ ৬৬ হাজার জালটাকাসহ জালনোট চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৬।
২৭ এপ্রিল সন্ধ্যায় র্যাব এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর থানার দুর্গাপুর গ্রামের মোঃ কাশেম বিশ্বাসের ছেলে মোঃ রুবেল বিশ্বাস (৩০) ও একই থানা এলাকার তরফদার পাড়া গ্রামের মোঃ আসাদুল বিশ্বাসের ছেলে মোঃ আকাশ বিশ্বাস (২২)।
র্যাব জানায়, র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন যাবৎ অবৈধ লাভের আশায় নকল টাকা (জাল টাকা) দেশের বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
উক্ত তথ্যের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাই ও আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং সংঘবদ্ধ চক্রটিকে গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৭ এপ্রিল র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেএমপি খুলনার সদর থানাধীন শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিণ পাশের কোনায় কয়েকজন লোক জাল টাকা নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ সন্ধ্যায় শহীদ হাদিস পার্ক এর মধ্যে স্থাপিত শহীদ মিনারের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে।
এসময় জালটাকা ব্যবসায়ী আসামী মোঃ রুবেল বিশ্বাস (৩০) ও মোঃ আকাশ বিশ্বাসকে (২২) এক হাজার টাকার নকল নোট (জাল টাকা) ৫৩টি এবং পাঁচশত টাকার নকল নোট (জাল টাকা) ২২৬টি সর্বমোট ১,৬৬,০০০/-(এক লাখ ছেষট্টি হাজার জাল টাকা) সহ গ্রেফতার করেন। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ০৩ টি স্মার্ট মোবাইলফোন ও ০১ টি বাটন মোবাইলফোন এবং ০৫ টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে খুলনা সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply