বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৫:১৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
আমাদের সাইটটি সাময়িক সমস্যার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি....
সংবাদ শিরোনাম :
পটুয়াখালী জেলার দুম‌কিতে রূপান্তরের আস্থা প্রকল্পের সভা অনু‌ষ্ঠিত তেরখাদা থানার ওসি’র পিতার মৃত্যু : প্রেসক্লাবের বিবৃতি ডুমুরিয়ায় ২ পাখী শিকারীকে ৫০ হাজার টাকা জরিমানা দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচনী এলাকায় এসে ভালোবাসায় সিক্ত হলেন আব্দুস সালাম মূর্শেদী সাতক্ষীরায় আস্থা প্রকল্পের যুব ফোরাম গঠনে সভা অনু‌ষ্ঠিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে খুলনায় বিএনপির বিক্ষোভ রূপসায় নগর যুবলীগ সভাপতি পলাশের বাড়িতে ককটেল বিস্ফোরণ : প্রতিবাদ সমাবেশ খুলনায় রাজধানী টিভির ২য় বর্ষপূর্তি উদযাপন সকলের প্রচেষ্টায় পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব-খুলনা সিটি মেয়র নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য-নির্বাচন কমিশনার হাবিব খান

খুলনায় ভবনে হোটেল অগ্নিকান্ড : ৫টি দোকান ও ব্যাংকের আংশিক ক্ষতিগ্রস্ত

  • আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫.০০ পিএম
খুলনায় ভবনে হোটেল অগ্নিকান্ড : ৫টি দোকান ও ব্যাংকের আংশিক ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগরীর কেডি ঘোষ রোডস্থ হোটেল অ্যাম্বাসেডর ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের ৫টি দোকান ও অগ্রণী ব্যাংকের আংশিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৪ অক্টোবর ভোররাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভবনের নিচতলায় অবস্থিত ঘড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খুলনা ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে হোটেল অ্যাম্বাসেডর ভবনের নীচ তলায় ঘড়ির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে পার্শ্ববর্তী দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে সকাল ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ঘড়ির দোকানসহ ৫টি দোকান, ভবনে থাকা অগ্রণী ব্যাংকের একটি অংশ এবং ব্যাংকের কম্পিউটার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্রের ক্ষতি হয়েছে। এসময় আটকে পড়া ২০-২৫ জনকে ফায়ার সার্ভিসের রেস্কিউ টিম ভবনের বাইরে থেকে উদ্ধার করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ভবনের মালিক তন্ময় ভক্ত ও তার চাচা শ্যাম ভক্ত বলেন, ভোর রাতে ঘড়ির দোকানে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে আগুনে কয়েকটি দোকান ও ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্রণী ব্যাংক ক্লেলে রোড কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জিএম সিরাজুল ইসলাম বলেন, আগুনের সংবাদ পেয়ে আমি দুইজন ম্যানেজারকে জানালে তারা সঙ্গে সঙ্গে চলে আসেন।

আমিও সাড়ে ৪টার পরে চলে আসি। এসে দেখি নিচতলায় আগুন জলছে। তবে ব্যাংকে আগুন লাগেনি। আগুনের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা পানি দেয়। এতে ব্যাংকে থাকা ২৮টি কম্পিউটার, ডেকোরেশন ও প্রয়োজনীয় কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে প্রথমে টুটপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে অন্যান্য ফায়ার স্টেশনের বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুনে হোটেল অ্যাম্বাসেডর ভবনের ৫টি দোকান, ব্যাংকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

https://natunshokal.com/#
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।