নিজস্ব প্রতিবেদক : বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বর্ণাঢ্য র্যালি এবং সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২১ অক্টোবর শনিবার সকাল ৯ টায় খুলনা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের আয়োজনে ও বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি-এর সার্বিক তত্বাধায়নে বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৩ পালিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মজবুত হাড়ের প্রতিশ্রুতি’ হাড়ের জন্য উপযোগী ব্যায়াম এবং খাবারের মধ্যে নিহিত আছে অস্টিওপোরোসিস প্রতিরোধের উপায়।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী নেওয়াজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি এবং অডিটোরিয়ামে সায়েন্টিফিক সেমিনার ও আলোচনা সভার উদ্বোধন করেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ দীন-উল-ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, অধ্যাপক ডা. এ.বি.এম. সাইফুল আলম, অধ্যাপক ডা. মোঃ খসরুল আলম মল্লিক, অধ্যাপক ডা. গোলাম মাসুদ, অধ্যাপক ডা. মোঃ কুতুব উদ্দীন মল্লিক, অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক, অধ্যাপক ডা. মোঃ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. দেবাশীষ কুমার ঘোষ, ডা. প্রীতিশ তরফদার, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দা রুখশানা পারভীন, বেক্সিমকো ফার্মা-এর এ.এস.এ মোঃ নাসির উদ্দিন, সিনিয়র আর.এস.ই মোঃ আজিজুল হক, সিনিয়র এরিয়া ম্যানেজার খান মশিউর রহমান, মোঃ আনিচ খন্দকার, মোঃ ইমন ফকির প্রমুখ।
অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন বেক্সিমকো ফার্মা।
Leave a Reply