এনায়েত আলী বিশ্বাস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন জন প্রার্থী মনোনয়ন লাভের আশায় ১৫ জন জোর তৎপরতা শুরু করেছেন। শেষ পর্যন্ত কার কপালে মনোনয়ন জুটবে তা সময়ই বলে দেবে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ পঞানন বিশ্বাস,সাবেক বিরোধী হুইপ বর্তমান খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, সাবেক এমপি ননীগোপাল মন্ডল, বর্তমান সংরক্ষিত মহিলা আসনের সদস্য আ,লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এড, গ্লোরিয়া ঝর্ণা সরকার, আ,লীগ জেলা কমিটির দুর্যোগ ও এাণ সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, ক্রীকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধুর ভাইপো শেখ সোহেল বটিয়াঘাটা উপজেলা আওয়ামী সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক সচিব ডঃ সুশান্ত কুমার রায়, দাকোপ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন,ভারত বিচিত্রার সম্পাদক নান্টু রায়,দাকোপ আ,লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ, এরা সবাই আলীগের মনোনয়ন প্রত্যাশী।
এছাড়া বিএনপির একমাত্র প্রার্থী আমীর এজাজ,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়,ইসলামী শাসনতন্ত্র আদোলনের আবু সাঈদ ও কমিউনিস্ট পার্টির অশোক কুমার সরকার। তবে এখনও প্রার্থী মনোনয়নের নাম ঘোষণা হ্য়নি।
সব কিছু নির্ভর করছে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করা না করার উপর। আ,লীগ ইতোমধ্যে দু ধরণের প্রার্থী তালিকা তৈরী করে রেখেছেন। সূত্র মতে অবস্থা বুঝে আ,লীগ প্রার্থী চূড়ান্ত করবে। সে ক্ষেত্রে অভিজ্ঞরা না ইয়াং এর্নাজেটিক প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে তা সময়ই বলে দেবে।
খুলনা ১ আসন দাকোপ বটিয়াঘাটায় মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৪৮৩ জন। খুলনা ১ আসন আ,লীগের ঘাটি হিসাব বহুদিন ধরে বিবেচিত। আর সে কারণে আ,লীগের জন প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্যে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচেছন। যিনি মনোনয়ন পাবেন তিনিই জয়লাভ করবেন। এটা অনেকের বিশ্বাস। শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা।
Leave a Reply