রূপসা প্রতিনিধি : অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর বাড়িতে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রূপসা উপজেলার আনন্দনগর গ্রামের কৃতি সন্তান শফিকুল ইসলাম। পদোন্নতি পাওয়ার পর এই প্রথমবারের মত স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে আসায় কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, দলমত নির্বিশেষে তাকে এই ফুলেল সুভেচ্ছা জানান।
জীর্নশীর্ণ পোশাকে পেয়েও নিরহংকারী মানবিক পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম এলাকার লোকজনকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। শফিকুল ইসলাম বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসে কর্মরত আছেন।
তিনি বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা প্রয়াত শহিদুল আলমের সুযোগ্য সন্তান। তার ছোট কন্যা কানিজ সুবর্ণা খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়ে আজ ভর্তিকার্য্যক্রম সম্পন্ন করেছে। তাছাড়া বড় মেয়ে কানিজ নিগার গতবছর ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় “আইবিএ (Institute of Business Administration) ডিপার্টমেন্টে” চান্স পেয়ে অধ্যায়নরত রয়েছে।
এব্যাপারে পুলিশ সুপার শফিকুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি গ্রামের বাড়ী বেড়াতে এসেছি, জানতাম না আমাকে ভালবেসে এলাকার সকল শ্রেণী পেশার মানুষ এভাবে ছুটে আসবে। সকলের নিকট আমি ও আমার পরিবারের জন্য দোয়া ছাই। আমি ও আমার সন্তানরা যেন দেশ ও দেশের মানুষের সেবায় সরব থাকতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা অজেদ আলী শিকদার, ইন্তাজ ফকির, আতিয়ার সরদার, প্রধান শিক্ষক মাহবুব রহমান, সমাজ সেবক লিয়াকত আলী মোল্লা, আবু তালেব সমাদ্দার, মোল্লা তাহিদুল ইসলাম, ফম জয়নাল আবেদীন, আসাদুল ইসলাম ফকির, আলহাজ্ব হুমাউন কবির মোল্লা, ইমদাদুল সমাদ্দার, এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, সরদার আবুল কালাম আজাদ, মোল্লা ফরহাদ হোসেন, নাহিদুর রহমান, সোহেল ফকির, মোল্লা রুবেল হোসেন, মিজান ফকির, আকবর শেখ, শাহাদুল মোল্লা, ফজলে হোসেন শৈশাব, মাহফুজুর রহমান মানিক, জোবায়ের সরদার, সোহেল ডাক্তার, খোকন জোমাদ্দার, সফিক ফকির, সুজন সমাদ্দার ৷ উসমান গনি, নওরোজ সমাদ্দার, মঞ্জু ফকির, জুলহাস মোল্লা প্রমুখ।
[…] […]