ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন জমে উঠেছে। দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে শক্তিশালী দুইটি প্যানেল শুক্রবার উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা নিয়েছেন।
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু এবার সভাপতি পদে নির্বাচন করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন তরুণ নেতৃত্বদানকারী এসএ টিভি ও বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ।
এই দুইজন মিলে তৈরী করেছেন তারুণ্য নির্ভর একটি শক্তিশালী প্যানেল। টিপু-ফয়সাল পরিষদ শুক্রবার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনার সুভাষ বিশ্বাস মিলন মনোনয়নপত্র গ্রহন করেন।
টিপু-ফয়সাল পুর্নাঙ্গ পরিষদের সদস্যরা হলেন, সভাপতি পদে দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপু, সহ-সভাপতি শামীমুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক পদে এসএস টিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সহ-সাধার সম্পাদক দৈনিক ঢাকা পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ জলিল, দপ্তর সম্পাদক পদে দুরন্ত প্রকাশের সম্পাদক মিরাজ জামান রাজ, প্রচার সম্পাদক দি বিজনেস ষ্ট্যান্ডার্ড পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহম্মেদ, ক্রিড়া সম্পাদক দৈনিক স্বধীন বাংলা ও স্পন্দন পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব, সাহিত্য ও পাঠাগার সম্পাদক দৈনিক উন্নয়নের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি এস এম মেহেদী হাসান জিকু ও আইসিটি সম্পাদক পদে একুশের বানী পত্রিকার জেলা প্রতিনিধি রেজওয়ানুল ইসলাম বাপ্পি।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল, বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি পিন্টু লাল দত্ত, দৈনিক বীর জনতা পত্রিকার বার্তা সম্পাদক ওমর আলী সোহাগ ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এনামুল কবীর দিপু।
আরো পড়ুন-
Leave a Reply