আশরাফুল আলম : উপজেলার ভিলেজ ডক্টরস এসোসিয়েশন’র ডাক্তারদের দক্ষতা উন্নয়নে ২দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
ডুমুরিয়া মুক্তিযোদ্ধা মার্কেটের হল রুমে বুধবার সকালে এসোসিয়েশন’র আয়োজনে এ প্রশিক্ষণ শরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়।
প্রশিক্ষণ প্রাপ্ত ৮০ জন ডাক্তারদের মাঝে ডাক্তারি ব্যাগ, পোষাক, সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাজী মেডিকেল হাসপাতালের এ্যাডমিন আশিকুর রহমান, ম্যানেজার শাহাদত হোসেন, মার্কেটেং অফিসার জাহাঙ্গীর আলম, এসোসিয়েশন’র সভাপতি চিকিৎসক জাহিদুল ইসলাম, সিনয়র সহ-সভাপিত এম এ হালিম, এস এম আমজাদ হােসন, আনন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহাজ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ হািববুর রহমান, গৗেতম রায়, সাংগঠিনক সম্পাদক রিয়াজুল ইসলাম, মিহলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কোষাধ্যক্ষ সরোজ ঢালী, প্রচার সম্পাদক ইউনুছ আলী, দপ্তর সম্পাদক রিপন জোয়াদ্দার,স্বাস্হ্য বিষয়ক সম্পাদক অর্জুন রায়, শরিফুল ইসলাম, রাশেদ আলী প্রমূখ।
আরো পড়ুন-
[…] বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ডুমুরায়ায় ভিলেজ ডক্টরস এসোসিয়েশন’র… রূপসায় জাতীয় নির্বাচনের তফসিল […]