আশরাফুল আলম : ডুমুরিয়ার ইট ভাটা মালিক’র নিকট শ্রমিক’র মুজুরির টাকা বৃদ্ধির দাবীতে উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়ন”র পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নাগমা সিনেমা হল’র সামনে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি গাজী মোঃ মোস্তফা। এ সময ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দূল্লাহ সরদার’র পরিচালনায় সভায় বক্তব্যদেন, আব্দুল খবির শেখ, এস,এম মিজানুর রহমান, মফিজুর রহমান সরদার, আসাদুজ্জামান মোড়ল, সোবহান শেখ, কারিমুল মোল্লা, আঃ আজিজ শেখ, মুকুল শেখ, হাবিবুর রহমান খান, ইকবাল হোসেন মোল্লা, রাশিদুল মোল্যা,আলতাফ হোসেন গাজী,আঃ লতিফ সরদার ও মোঃ আছাবুর শেখ প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমূল্যর দাম হিসেবে ভাটার শ্রমিকদের খুব কম মুজুরি দেওয়া হয়। তাদের ন্যায্য মজুরির দাবি তুলে ধরে আলোচনা করেন।
[…] […]