ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় পরিত্যাক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান অস্ত্র উদ্ধার হয়েছে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা জানান, বৃহস্পতিবার সকালে কাট ব্যবসায়ী শরিফুল ইসলাম তার লোকজন নিয়ে চহেড়া এলাকার হরি নদীর পাড়ে একটি শিরিষ গাছ কাটতে যান।
শ্রমিকরা গাছের গোড়ায় মাটি খুড়তে গিয়ে দেখে পুরাতন প্যান্টে জড়ানো লোহার রড। এরপর পুরোপুরি খুলে দেখে দুটো ওয়ান শুটার গান। ওই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্ত্র দুটো উদ্ধার করা হয়।
তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা নিরাপদ স্থান ভেবে অস্ত্র দুটো এখানে রেখেছে। এখন এর পেছনের লোকদের খুঁজে বের করতে হবে।আর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
[…] সালাম মূর্শেদী এমপিকে গণসংবর্ধনা ডুমুরিয়ায় পরিত্যাক্ত অবস্থায় অস্ত্র … নারী নির্যাতনের প্রতিবাদে […]