নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন শামীমা আক্তার বিথী।
তিনি উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা তেরখাদা বাজার বনিক সমিতির সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক শেখ শামীম হাসানের সহধর্মীনি। নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নে মনোনিবেশ করতে চান নতুন এই মহিলা ভাইস চেয়ারম্যান।
জানা যায়, খুব অল্প সময়ে মানুষের মনের আস্থাভাজন ব্যক্তিত্ব হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। অনলাইন নিউজ পোর্টাল “নতুন সকাল ডট কমের” সাথে একান্ত স্বাক্ষাতকারে শামীমা আক্তার বিথী বলেন, আমি সর্বদাই জনগণের কল্যাণমূলক কাজ করব এবং সবসময় মানুষের পাশে থাকবো। জনগণের সমস্ত অনুদান, সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌছিয়ে দেওয়াটাই আমার কাজ হবে।
জনগণের আস্থাভাজন হয়ে সুখে দুঃখে আজীবন তাদের পাশে থাকতে চাই। স্থানীয়রা জানান, শামীমা আক্তার একজন ভালো মনের মানুষ, তিনি তেরখাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও জুনারী দাখিল মাদরাসার শিক্ষক হিসাবে চাকুরিরত আছেন।
Leave a Reply