নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চুর পক্ষে সাচিয়াদহ ইউনিয়নের পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকালে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠন ও এলাকাবাসীর আয়জনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। অধ্যাপক সংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা মোজাফফর হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়াম্যান কে এম আলমগীর হোসেন, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, স্পেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রিজভী আলম, আজগড়া ইউপি চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, সাচিয়াদাহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ।
যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান আব্বাসের পরিচালনায় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুস শুকুর শেখ, মোঃ কামরুজ্জামান অলিচ, আওয়ামী লীগ নেতা মোল্যা আজিজুর রহমান, এফ এম মনিরুজ্জামান, অধ্যাপক মনির উদ্দিন বিশ্বাস, শওকাত মোল্যা, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, খান সেলিম আহমেদ, নৃপেন্দ্রনাথ শিকদার, তাপস বিশ্বাস, আফজাল হোসেন, রাজিব বিশ্বাস, শেখ তোফায়েল আহমেদ, মহিলা আওয়ামী লীগ নেত্রী জয়নাব বেগম, তাহেরা নয়ন, যুবলীগ নেতা মাকসুদুল আলম মামুন, এফ এম শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ সরফুদ্দিন বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান।
পাতলা এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেতৃত্ব, যোগ্যতা, দক্ষতা ও সততার কারণে তার প্রতি সাড়া দিচ্ছেন সব শ্রেণির মানুষ। সরেজমিন দেখা গেছে, জেলা, মহানগর ও স্থানীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী, জনপ্রতিনিধি মোঃ সরফুদ্দিন বিশ^াস বাচ্চুর পক্ষে প্রচার-প্রচারনায় নেমেছেন।
এলাকাবাসী দলমত নির্বিশেষে সমর্থন জানাচ্ছেন তাকে। তাদের ভাষ্য, এবার উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু যোগ্য। তাই তাকে সমর্থন জানাচ্ছে সব শ্রেণির মানুষ। আসন্ন নির্বাচনে তার বিজয়ের জন্য সবাই একাত্ম হয়েছে। ভোটের মাঠের যে পরিবেশ তাতে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বিপুল ভোটে জয়লাভ করবেন।
তেরখাদা উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বলেন, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতাকর্মী মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছেন।
দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হলে এবারও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হতেন। তার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে কোনো ধরনের চাপ নেই। প্রশাসনও নিরপেক্ষভাবে কাজ করছে। ফলে আমরা সবাই আশাবাদী নির্বাচনে তিনিই জয়ী হবেন।
Leave a Reply