নিজস্ব প্রতিবেদক : তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ উল্লাহ পিলুর সহোদর মোঃ বাকি বিল্লাহ (কচি) গত বুধবার পশ্চিম কাটেংগাস্থ নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন )।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬০ বছর। মরহুম বাকি বিল্লাহ অত্যন্ত বিচক্ষণ, সজ্জন ও মিষ্টিভাষী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর পিতা প্রয়াত শিক্ষক ও কাজী আব্দুল্লাহ মাওলানা। বড় ভাই আহমেদ উল্লাহ পিলু তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী। অন্যান্য ভাইদের মধ্যে হাবিবুর রহমান সোনালী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট, জিয়াউল আলম ডিএমপি ঢাকার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আব্দুল্লাহ আল মাহমুদ বিশিষ্ট ব্যবসায়ী ও কাজী।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার পশ্চিম কাটেংগা নিজ গ্রামে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে.এম আলমগীর হোসেন, সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লিগণ ও দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা খালিদ আহমেদ। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তেরখাদা উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর শুভাকাঙ্খী ও বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
একইসাথে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তেরখাদা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
[…] করেছেন-রূপসায় এ্যাডঃ সুজিত অধিকারী তেরখাদার সাবেক উপজেলা চেয়ারম্যান পিল… শেখ হাসিনা সরকার অসাম্প্রদায়িক দেশ […]