নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২১ মে ২য় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর পক্ষে ছাগলাদাহ ইউনিয়ন আ’লীগের আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ টায় ছাগলাদাহ ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ ফারুক আহমেদের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এম এম মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামী লীগের সদস্য অসীত বরন বিশ্বাস ,
উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান, সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, জেলা স্বেচ্চাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার। ছাত্রলীগ নেতা এস এম শরফুল আলমের পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর শেখ, কামরুজ্জামান অলিচ, আওয়ামী লীগ নেতা শেখ রাজা মিয়া, শওকাত মোল্যা, আরিফ হাসান, মোল্যা অহিদুজ্জামান ফরিদ, খান সেলিম আহমেদ, সুভাষ চন্দ্র, সোহাগ কাজী, তরিকুল কাজী, শেখ তোফায়েল আহমেদ, যুবলীগ নেতা বদরুল আলম বাবর, মাকসুদুল আলম মামুন, এফ এম শরিফুল ইসলাম, বাবুল মিনা, এরশাদ শেখ, শ্রমিক লীগ নেতা জিল্লুর রহমান নান্নু সহ আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। সভায় বক্তারা সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর দোয়াত কলম প্রতীকে কাজ করার আহবান জানান।
Leave a Reply