নিজস্ব প্রতিবেদক : তেরখাদার উত্তর খুলনা এস এম এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ও মজিদ মেমোরিয়াল স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সৌজন্যে ৬ষ্ঠ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ, ২০২৩ সালের এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ২০২৪ সালে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, স্কুল ম্যানেজিং কমিটি এবং সকল শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার উত্তর খুলনা এস.এম.এ মজিদ স্মারক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে তেরখাদাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।
বিদ্যালয়ের সভাপতি এস.এম. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও মজিদ মেমোরিয়াল স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোঃ বাবুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যাক্ষ এস এম মিজানুর রহমান, মোল্যা জালাল উদ্দিন কলেজের অধ্যাক্ষ মোঃ শামীম হোসেন, সরকারি নর্থ খুলনা কলেজের প্রভাষক অনির্বান রায়, অত্র স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী পাপিয়া, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম. বদরুল ইসলাম, মজিদ মেমোরিয়াল স্কুল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল বাশার, সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রাক্তন শিক্ষক এস এম আব্দুস ছবুর সিদ্দিকী, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, টুটুল মোল্যা, মোল্যা শহিদুল ইসলাম, মোঃ জামাল মোল্যা, মিকাইল মোল্যা, খাইরুল ইসলাম, মোঃ দ্বীন মোহাম্মদ, আজিজুুল ইসলাম, সৈয়দ শামীম আক্তার, বাবু মনোষ রায়, আব্দুল হামিদ ফকির, মোঃ তরিকুল ইসলাম, ইব্রাহিম প্রমুখ।
[…] শীতে কষ্ট পাবে-সালাম মূর্শেদী এমপি তেরখাদায় শিক্ষার্থীদের নবীনবরণ, সংবর… যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত […]