নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ মে অনুষ্ঠিত হবে তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নেতাকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রচার প্রচারনায় পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা করছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী যোগ্য নেতা আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুকে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান তেরখাদার সর্বস্তরের মানুষ।
ইতিপূর্বে তিনি দুই বার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার জনগণের ভাষ্য অনুযায়ী তিনি অনেক সুন্দর ও সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করেছেন। তাই সময়ের বাস্তবতায় তিনিই পুনরায় হতে পারেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান এমন গুঞ্জনই এখন সাধারণ জণগনের মুখেমুখে।
যদিও এবার দল থেকে প্রার্থী দেওয়ার সুযোগ নেই তবে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগি সংগঠনের সর্বস্তরে ভোটার এবার আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুকে চেয়ারম্যান পদে বিজয়ী করতে একাট্টা। আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের দুই বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান।উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, আ’লীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতা কর্মী, কৃষক, শ্রমিক, নতুন প্রজন্মের ছাত্র-জনতা জানান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর বিকল্প নেই।
এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তার মতো আমজনতার মাঝে সমাদৃত ও গ্রহণযোগ্য বিকল্প কোন প্রার্থী নেই। জানতে চাইলে, উপজেলার সাধারণ মানুষ বলেন, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ব্যক্তি হিসেবে ও মনের দিক থেকে তিনি বড় মাপের মানুষ। তেরখাদা উপজেলার মানুষ তাকে বিপুল ভোটে আবারো বিজয়ী করবেন বলে বেশিরভাগ লোকের মন্তব্য। তাদের বিশ্বাস উপজেলার সর্বস্তরের মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
তিনি তেরখাদা উপজেলার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন, বিপদে-আপদে জনগণের পাশে থেকেছেন। এসব কারণেই পুনরায় ভোট দিয়ে বিজয়ী করতে চান এলাকাবাসী। জনবান্ধব এবং জনসেবক হিসেবে মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ৬টি ইউনিয়নেই তার বিচরণ ও পরিচিতি যেমন রয়েছে তেমনি জনপ্রিয়তার শীর্ষৈ অবস্থান করছেন।
সার্বিক বিবেচনায় জনগণের মতামতে এবারের নির্বাচনে তিনিই বিজয়ী হবেন, এমন কথাই শোনা যাচ্ছে উপজেলার সব ইউনিয়নে। সাধারণ মানুষ আরও জানান, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু একজন অত্যন্ত ভালো মানুষ এবং জনদরদী, সে যেমন সাদালাপি তেমনই মিষ্টিভাষি। জনসেবক হিসেবে পরিপক্বতার পরিচয় আছে তার মধ্যে। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আমরা আশাবাদী। আমরা তার জন্য শুভকামনা করি।
আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেষ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
[…] তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে জনপ্র… রূপসায় খুলনা সেবাশ্রম সংঘের নামযজ্ঞ […]