বটিয়াঘাটা প্রতিনিধি : হেমন্তের শুরুতেই দক্ষিণ খুলনায় শীতের বাতাস বইছে। বিকেল হতেই আকাশ পান্ডুর হয়ে পড়ছে। সন্ধ্যা হলেই শীতের গরম কাপড় পড়তে হচেছ লোকজনকে। গত এক সপ্তাহ আগে যেখানে গরমে তিষ্ঠানো দায় হয়ে উঠেছিল, সেখানে হেমন্ত আসতে না আসতেই শীতের বাতাস বইতে শুরু করায় গোটা পরিবেশটাই পাল্টে গেছে। রাত যতই গভীর হতে থাকে শীতই ততই গাড় হতে থাকে। সকালে সবুজ ধানের উপর শিশির পড়ে অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়। বৃষ্টি ব্ন্ধ হওয়ায় বিল, খাল ও নদী,নালার পানি কমতে শুরু করেছে। গরমের তীব্রতা কমে এবার শীতের দাপট শুরু। বয়স্করা বলছেন,এবার শীত আগেভাগেই পড়ছে। তবে ধানে এখনো ফুল আসেনি। কৃষকরা এখন ইদূরের কবল থেকে ধান বাঁচাতে রীতিমত সংগ্রাম করছেন। শীত কতখানি বাড়বে তা আগাম কিছু বলা যাচেছ না। সময়ই বলে দেবে পরিস্থিতি কি হবে।
বটিয়াঘাটা প্রতিনিধি : ফিলিস্তিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের স্বাধীনতা চেয়ে শুক্রবার জু¤œাবাদ বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় ইসলামী ঐক্য ওয়াইসিকে মুসলিমদের পক্ষে সংঘবদ্ধ হওয়ার তৌফিক দানের জন্য মোনাজাত করা হয়।
Leave a Reply