বিজ্ঞপ্তি : ২৭ ডিসেম্বর সকালে পটুয়াখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের উদ্দ্যেগে জাতীয় যুবনীতি বাস্তবায়নের লক্ষে সুশীল সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী এসডিএ প্রশিক্ষন কেন্দ্রে কে এম এনায়েত হোসেনের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের জেলা সমন্বয়ক অনুপ রায়।
প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করে বক্তৃতা করেন আস্থা প্রকল্পের অপারেশন কোঅর্ডিনেটর রত্না বর্মন। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়েদুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তরের এসএম শাহাজাদা ও মোঃ মাসুদ আহমেদ ।
উন্মুক্ত অধিবেশনে বক্তৃতা করেন কাউন্সিলর নাহিদা আক্তার পারুল,ইমাম পরিষদ সাধারন সম্পাদক মাওলানা আব্দুল কাদের, মানবাধিকার কর্মী বশির সরকার, সাংবাদিক আব্দুর রহিম সজল, শিক্ষক আব্দুর রব ও হোসনে আরা বেগম।
সভায় কে এম এনায়েত হোসেনকে আহবায়ক এবং সহকারী অধ্যাপক নাসিমা শাহীন লিলি ও সাংবাদিক হুসাইন আমীরকে যুগ্ন আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট জেলা নাগরিক প্লাটফরম গঠন করা হয়।
[…] […]