নিজস্ব প্রতিবেদক : আজ ১৯মে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় রূপান্তর আস্থা প্রকল্পের উদ্যোগে তথ্য বিনিময় সভা ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আস্থা প্রকল্পের আয়োজনে আজ সকালে উপজেলার রাঙ্গাবালী সরকারী কলেজের সভাকক্ষে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোঃ রাকিব এর সভাপতিত্ব ও ফিল্ড অফিসার গোলাম মোস্তফার সঞ্চালনা, এ সভায় বক্তৃতা করেন জেলা কমিটির সদস্য নাগরিক নেতা মোঃ আনিসুর রহমান মিলন ও প্রভাষক এমএম কামরুজ্জামান।
বিকালে একই সভাকক্ষে উপজেলা যুব ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আলোচনা করেন যুব সংগঠক মোঃ ইউসুফ আলী, মোঃ জীবন মীর ও মোঃ শান্ত ইসলাম।
প্রকল্পটি জাতীয় যুবনীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রম এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও ১৭ এর সাথে সম্পর্কিত। দল-মত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করবে।
[…] […]