এস, এম মাহবুবুর রহমান : আগামী ২১ মে দ্বিতীয় ধাপ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারনায় উৎসবমূখর তেরখাদার গ্রামীন জনপদ। অপরদিকে ৫ জুন রূপসায় চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন ৯মে ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এবারের নির্বাচনে অনলাইনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার কারণে উপজেলা নির্বাচন অফিসগুলিতে প্রার্থীদের খুব একটা উপস্থিতি নেই।
এদিকে নির্বাচনী তফসিল মোতাবেক খুলনার ৯টি উপজেলার অন্যান্য উপজেলাগুলির মধ্যে ২১ মে দ্বিতীয় ধাপে তেরখাদা ছাড়াও দিঘলিয়া ও ফুলতলা, ২৯ মে তৃতীয় ধাপে কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া এবং ৫ জুন চতুর্থ ধাপে রূপসা ছাড়াও দাকোপ ও বটিয়াঘাটায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তেরখাদা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে এ উপজেলা পরিষদের নির্বাচনের লক্ষ্যে ২মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই কোমর বেধে মাঠে নামেন প্রার্থীরা। ভোর থেকে রাত অবধি কর্মী সমর্থকদের নিয়ে তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট প্রার্থনায় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
সূত্রমতে এ উপজেলায় চেয়ারম্যান পদে দু’জন, ভাইস-চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ‘দোয়াত-কলম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আবুল হাসান মুছাল্লী লড়ছেন ‘আনারস’ প্রতীক নিয়ে। ভাইস-চেয়ারম্যান পদে শারাফাত হোসেন মুক্তি ‘টিউবওয়েল’, শেখ মোঃ তবিবুর রহমান ‘টিয়াপাখি’, এসএম ওবায়দুল্লাহ্ বাবু ‘উড়োজাহাজ’, শেখ মোঃ আনিসুল হক ‘তালা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার বিথী ‘হাঁস’, পাখিরানী বিশ্বাস ‘পদ্মফুল’, মলিনা আক্তার ‘কলস’, আঞ্জুয়ারা সুমী ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ তাইজুল ইসলাম বলেন, উৎসবমুখর শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন। আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮টা বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় এক লাখ তিন হাজার ৭৬৮ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৫২ হাজার ৫১৫ আর মহিলা ভোটার ৫১ হাজার ১৭৩জন। এবার ৪৩টি ভোট কেন্দ্রের ২৭৬টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
তেরখাদা উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশ হিসেবে উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। এর আগে এই উপজেলার চেয়ারম্যান থাকাকালে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। পূর্বের কর্মকান্ড বিশ্লেষন করে ভোটাররা আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।
অপরদিকে আগামী ৫জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে রূপসা উপজেলা পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৯মে মনোনয়নপত্র জমা প্রদােেন শেষ দিন প্রার্থীরা অনলাইনে তাদের মনোনয়ন জমা দেন।
এরা হলেন চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোল্লা কামরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা নোমান উছমানী রিচি ও আব্দুল ওদুদ মোড়ল।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ হিরন শেখ ও মোঃ ইদ্রিস আলী হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারনি সুলতানা রুনা।
রূপসা উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাতুল ইসলাম বলেন, নির্বাচনী তফসিল মোতাবেক ১২মে মনোনয়নপত্র বাছাই, ১৬ থেকে ১৮মে আপিল, ১৯ মে প্রত্যাহার, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫ জুন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় ভোটার রয়েছে এক লাখ ৫৭ হাজার। মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৬টি।
রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব বলেন, ভূমিদস্যু ও মাদকমুক্ত মডেল উপজেলা গড়ার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচিত হতে পারলে আমার দপ্তর নির্যাতিত, নিপিড়িত ও অসহায় মানুষের জন্য সর্বদা খোলা থাকবে।
Leave a Reply