বটিয়াঘাটা প্রতিনিধি : দক্ষিন খুলনার বটিয়াঘাটা উপজেলা সহ অন্য উপজেলার নদ নদীতে কারেন্ট জাল দিয়ে অবাধে রেনু ধরায় ধবংস হচ্ছে দেশী জাতের মাছের কোটি রেনু। এনিয়ে নানান মহলে চলছে ক্ষোভ তিরস্কার।
ক্ষোভ মৎস্য দপ্তর সহ প্রশাসনের উপরেও দক্ষিণ খুলনার শিবসা,পশুর,রূপসা,কাজীবাছা, কপোতাক্ষ, ঢাকী,নদীতে এলাকার বিভিন্ন জন নেট জাল দিয়ে অবাধে রেনু আহরণ চলছে।
এ অবস্থা শুধু এ বছর নয়, অনেকদিন ধরে চলে আসছে। মৎস্য দপ্তর মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু জাল আটক করলেও একেবারে বন্ধ করা যাচ্ছে না। ফলে দিনের পর দিন এ ভাবে মাছের বংশ ধবংস হতে হতে এখন আর কোন মাছই মিলছে না।
যে কারনে তীব্র মৎস্য সংকট দেখা দিয়েছে। দক্ষিণ খুলনার হাট বাজারে। টাকা দিয়েও মাছ মিলছে না। কোথাও কেথার নদী জুড়ে নৌকার মাধ্যমে বিরাট বিরাট নেট জাল দিয়ে রেনু ধরা হচ্ছে। এর হাত থেকে পরিএাণ পাওয়া সম্ভব কিভাবে হবে জনগণ তাজানে না।
Leave a Reply