বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজলায় সময় মত বৃষ্টিতে এবার আমন ধানের বাম্পার ফলনের সম্বাবনা। দিগন্ত বিস্তৃত ক্ষেত শুধু সবুজ ধানের চারাতে ভরপুর। ভোরবেলায় শিশির ভেজা ধানের ফরে সোনালী রোদ পড়ে চোখ জুড়ান দৃশ্যের অবতারণা করেএ।
কৃষক তার কঠোর পরিশ্রমের ফল সবুজ ঢেউ খেলানো ধানের চারা দেখে আশার স্বপ্ন দেখতে শুরু করেছেন। কিন্তু এর মাঝে ইদুরের উপদ্রব চিন্তায় ফেলেছে কৃষকদের।
পোকা দমনে কীটনাশক অথবা আলোর ফাঁদ দিয়ে নির্মূল করা সম্ভব হলেও এই মূহুর্তে ইদূর দমনে কার্যকর ব্যবস্থাকে আরো জোরদার করা দরকার। কৃষি দপ্তর্রে মাঠ পর্যায়ের সকলে ইদূর নিধনে প্রনোদনা সহ নানান কৌশল গ্রহণ করছেন।
সব মিলিয়ে বড় ধরণের কোন প্রাকৃতিক বিপর্যয় দেখা না দিলে আশানুরুপ ফলনের আশা করছেন কৃষকরা। এছাড়া অতিরিক্ত বৃষ্টিতে ধান গাছ অধিক বেড়ে যাও্য়ায় অনেক স্থানে ইতোমধ্যে ধানগাছ হেলে পড়েছে। ফলে শংকিত হয়ে পড়েছে কৃষক।
উপজেলা কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান,কৃষি সংক্রান্ত যে কোন সমস্যা সমাধানে তিনি ও তার সহকর্মীরা কষকদের পরামর্শ দেয়া সহ সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত। বটিয়াঘাটা উপজেলার সাত ইউনিয়নে এবার ১৭: হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে।
Leave a Reply