বটিয়াঘাটা প্রতিনিধি : অসহায় জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষে ক্ষুদ্র ব্যবসায় মূলধন প্রদান উপলক্ষে এক সভা বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গীতা ফাউন্ডেশনের আয়োজনে ও গীতা ফাউন্ডেশনের সভাপতি এড,প্রসেনজিত দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। গীতা ফাউন্ডেশনের সম্পাদক সুব্রত মিস্ত্রীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গীতা ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস,সমাজসেবা অফিসার আহসান উল্লাহ, মহিলা বিষয়ক অফিসার নবনীতা দত্ত।
মূলধন যারা পান তার হলেন, নিলিমা দাস, দিপালী দাস, বিথিকা বাছাড়,সাথী মন্ডল, শর্বাণী মন্ডল, সন্ধ্যা দাস, ঝর্ণা বৈরাগী, রিনা মন্ডল, ছায়া বাছাড়, মনিষা ঢালী সহ ১৫ জন।
Leave a Reply