বটিয়াঘাটা প্রতিনিধি : প্রচন্ড দাবদাহের কবল থেকে রক্ষা পেতে বটিয়াঘাটা ইমাম পরিষদ গতকাল শনিবার সকাল দশটায় বটিয়াঘাটা ঈদগাহে বৃষ্টি নামানোর জন্য ইস্তেগফার নামাজ অনুষ্টিত হয়।
বটিয়াঘাটা বাসস্ট্যান্ড মসজিদের ইমাম মেসবাহ উদ্দিন নামাজ পড়ান। মোনাজাত পরিচালনা করেন বটিয়াঘাটা বাজার মসজিদের ইমাম হাফেজ মাহববুর রহমান।
ইমাম পরিষদের দশ ইমামের মধ্যে পরিষেদের সাধারণ সম্পাদক মুফতি আঃ হাকিম, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ জাহিদুল ইসলাম, হাফেজ আমিরুল ইসলাম, কারী আঃ ছাত্তারসহ ৫ শতাধিক মুসল্লী বৃষ্টির জন্য আল্লার রহমত কামনা করেন।
এছাড়া সাংবাদিকদের মধ্যে অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, ইমরান হোসেন, তরিকুল ইসলাম প্রমুখ। নামাজের শেষ মূহুর্তে রায়হান ১৬ নামের এক যুবক গরমে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রত পানি ছিটিয়ে ও বাতাস দিয়ে সুস্থ করে তোলা হয়।
বটিয়াঘাটা সহ আশপাশ এলাকায় গত ১৫ দিন ধরে বৃষ্টি না হওয়ায় জনজীবন দূর্বিসহ হয়ে পড়েছে। শাক সবজি ও রবি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।
[…] বিক্রির সম্ভাবনা, চাষীদের মুখে হাসি বটিয়াঘাটায় বৃষ্টির জন্য নামাজ আদায় ডুমুরিয়ায় ডায়াবেটিক রাইস’র বাম্পার […]