বটিয়াঘাটা প্রতিনিধি : শীত বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কেদ্রে রোগীর সংখ্যা অধিক হারে বৃদ্ধি পেয়েছে। নামে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও পুরানো ৩১ শয্যাবিশিষ্ট ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করায় বন্ধ করা হয়েছে।
বাধ্য হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন নির্মিত ১৯ শয্যার ভবনে ঠাসাঠাসি করে মেঝেতে সিড়ির পাশ দিয়ে মেঝেতে বিছানা করে রুগীদের স্থান নিয়েছে। গতকাল সরেজমিন যেয়ে দেখা যায় ৭২জন রোগী চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে বৃদ্ধ,বৃদ্ধার সংখ্যা বেশী শিশুও, কয়েজন।
জ্বরে আক্রান্তরোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এবাপারে জানতে চাইলে স্বাস্থ্য কেদ্রের পরিচালক ডা,মিজানুর রহমান জানান,৩১ শয্যবিশিষ্ট পুরানো ভবন পরিত্যক্ত হওয়ায় নতুন ১৯ শয্যার ভবনে রোগীদের রাখতে হচেছ। তবে পুরানো ভবন ভেঙ্গে তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মানের প্রপোজাল পাঠান হয়েছে।
তাছাড়া তিনি যোগদানের পর থেকে হাসপাতালকে নতুন ভাবে সাজানোর চেষ্টা চলছে। পুরানো ভবনেও দেয়ালে টাইলস ও মেঝেতে টাইলস দেয়া হয়েছে।
বর্তমানে সামনের জায়গায় পানি জমার কারনে উচু করে রাস্তা নির্মাণের কাজ চলছে। সকলের সহযোগিতায় ক্রমান্বয়ে সব সমস্যার সমাধান করা হবে।
Leave a Reply