বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
বাগেরহাটের রনজিৎপুরে স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগ

বাগেরহাটের রনজিৎপুরে স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগ

বাগেরহাটের রনজিৎপুরে স্কুল পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানি অভিযোগ

বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের রনজিৎপুর গ্রামে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। গত (৫ অক্টোবর) বাগেরহাটের খানপুর ইউনিয়নের রনজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাস এর মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া ছাত্রী অরুণিতা দাসের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে , ভুক্তভোগীর ছাত্রী মাতা জয়ন্তী রানী মন্ডল বাদী হয়ে (২০ অক্টোবর) ৩ জনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দায়েরকৃত বিবাদীগণ হলেন একই গ্রামের রামসুন্দর দাসের পুত্র শেখর চন্দ্র দাস (৬৫), জীতেন্দ্র নাথ দাসের পুত্র সঞ্জয় কুমার দাস, শুকলাল দাসের পুত্র যুগল কৃষ্ণ দাস, অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সকাল অনুমান ৮ টার সময় স্কুল পড়ুয়া ছাত্রী অরুণিতা দাস স্কুলে প্রাইভেট পড়া শেষ করে বাড়ীর উদ্দেশ্যে ফেরার পথে রনজিৎপুর সাকিনস্থ বিবাদী শেখর চন্দ্র দাস এর বসত বাড়ীর সামনে আসলে বিবাদী গন এলাকার উচ্ছশৃঙ্খল ও বখাটে পোলাপান দিয়ে উস্কানিতে এলাকার কিছু উচ্ছশৃঙ্খল লোকজন স্কুলে যাওয়া আসার পথে রাস্তাঘাটে উত্তাক্ত করে কন্যাকে তুলে নেওয়ার হুমকি প্রদান করে এবং প্রধান শিক্ষক দীপক চন্দ্রকে স্কুলে ঝুলিয়ে মারার হুমকি দেন , এবং অভিযোগ তুলে না নিলে ভুক্তভোগীর পিতা মেয়েকে জীবন নাসের হুমকি দেন। বিবাদীগণের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাইদুর রহমান এর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি সাংবাদিকদের জানান আমরা একটা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তধীন রয়েছে, সত্যতা পেলে আমরা আইনাগত ব্যবস্থা গ্রহণ করব।

 

খুলনায় ১৮ নভেম্বর চরমোনাই পীরের গণ সমাবেশ সফলে মতবিনিময়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।