বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার সুনগর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়ীতে প্রবেশ করে স্বর্ণাংকারসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকা মালামাল নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২২ (অক্টোবর) আনুমানিক রাত নয় টা ৫০ মিনিটে।
সুনগর গ্রামের এশারাত আলী মোড়ল এর পুত্র ভুক্তভোগি একরামুল কবির জানায়, আমার পরিবারের অন্যান্য লোকজন দূর্গাপুজা উপলক্ষে বাড়ীতে না থাকায় ঘটনার দিন রাতে একটি সংবদ্ধ দুর্বত্তরা রামদা, লোহার রড, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ীতে প্রবেশ করে। এসময় তারা আমার ছেলে শফিকুল ইসলামকে (২১) এলোপাতাড়ীভাবে মারপিট ও জীবন নাশের হুমকি-ধামকি প্রদান করে ।
তারা আমার ঘরে থাকা একটি স্বর্নের চেইন, তিনজোড়া স্বর্ণের কানের দুল, যার ওজন ০৪ (চার) ভরি, মূল্য অনুমান ৩,৪০,০০০/- ০২ (দুই) টি রাইচ কুকার, মূল্য অনুমান ৬,০০০/- ০২ (দুই) টি বিদেশি টর্চ লাইট, মূল্য অনুমান ৫,৫০০/- টাকা ও একটি কাড়ি কুকার, মূল্য অনুমান ৩৬০০/-টাকা মোট ৩ লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে শফিকুল ইসলামের পিতা ইকরামুল মোড়ল বাদী হয়ে ৪ জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আসামীরা হলেন, একই গ্রামের লিটন শেখ (৪০), একলাছ মোড়ল এর পুত্র, আলামিন মোড়ল (৩৭), লিটন শেখ এর পুত্র সিয়াম শেখ (২০), এছাড়া অজ্ঞাতমানা ৪ জন।
গুরুত্বর আহত অবস্থায় শফিকুল ইসলামকে (২১) চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে এস,আই আসাদুজ্জামান (আসাদ) এর সাথে কথা হলে মুঠোফোনে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।
Leave a Reply