বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই দুই মাছ কোম্পানি থেকে ৫৬০ কেজি চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা মোংলা কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও হরিণের মাংসসহ আটক-৩ বাগেরহাটে খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ তালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক যুব সংলাপ তালায় নাগরিক কমিটির মাসিক সভা খালেদা জিয়া ও বিএনপি নেতা মিকাঈলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত রূপসা উপজেলার নবাগত নির্বাহী অফিসারের সাথে বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় পুলিশের এডিসি কামরুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা খুলনায় ট্রাফিক সপ্তাহ শুরু
মোংলায় সন্ত্রাসীর আঘাতে যুবক নিহত

মোংলায় সন্ত্রাসীর আঘাতে যুবক নিহত

মোংলায় সন্ত্রাসীর আঘাতে যুবক নিহত

মোংলা প্রতিনিধি : মোংলায় সন্ত্রাসী হেলাল ভুইয়া মারধরের আঘাতে আল-আমিন নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের মোংলা নদী পাড়াপার মামার ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (৪০) পেষায় ভ্যান চালক, সে চাদঁপাই ইউনিয়নের মালগাজী গ্রামের মোঃ সবুর মিয়া ছেলে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সহকারী পুলিশ সুপার সহ মোংলা থানা পুলিশের একটি দল। এদিকে, সড়কের যান চলাচল বন্ধ করে থানা ঘেরাও সহ বিক্ষোভ করেছে তার স্বজন, ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য ও নেতৃবৃন্দু।

পুলিশ জানান, বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মোংলা নদী পাড়াপার মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোড দিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিল ভ্যান চালক আল-আমিন। যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার গায়ে ধাক্কা লাগে। এসময় সে ভ্যান চালকের সাথে তর্কে জড়িয়ে পড়ে উভয় দুজন। একপর্যায়ে ভ্যান থেকে আল-আমিনকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি সহ বেদরক মারধরে মারাত্বক জখম করে সন্ত্রাসী হেলাল ভুইয়া।

পরে আল-আমিন জখম হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালককে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। এমন খবর শুনে লাশ হাসপাতালে রেখে সে দ্রুত পালিয়ে যায়। ঘাতক সন্ত্রাসী হেলাল ভুইয়া মোংলা পোর্ট পৌর শহরের শেহালাবুনিয়া এলাকায় বসবাসকারী মোঃ শহিদুল ভূইয়ার ছেলে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় নিহত আল-আমিনের স্বজনরা।

অপরদিকে, আল-আমিনের মৃত্যুর খবর পেয়ে সন্ত্রাসী হেলালকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শহরে ভ্যান রিক্সা চলাচল বন্ধ করে থানা ঘেড়াও করে বিক্ষোভ করে মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দু ও সদস্যরা। পরে থানা পুলিশের আশ্বাসে থানা থেকে ফিড়ে এসে শহরে একটি বিক্ষোপ মিছিল বের করে তারা।

পরে চৌদুরীর মোড়ে এক পথ সভায় মিলিত হয় সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দরা। তারা বলেন, ভ্যান রিক্সা শ্রমিকরা সমাজের কাছে অবহেলিত, তারা ঘাটে-পথে প্রতিনিয়ত মারধর ও লাঞ্চিত হচ্ছে মানুষের হাতে। তারাওতো মানুষ, সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে আজ সন্তান হারালো তার বাবাকে, মা হারালো তার সন্তানকে আর স্ত্রী হারালো তার স্বামীকে।

নিহত আল-আমিন গরিব ও অসহায়, কেমনে চলবে তাদের সংসার, কি খাবে ছোট ছোট ছেলে মেয়েরা। তাই সন্ত্রাসী হেলাল ভুইয়াকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তিরর অঅয়োতায় না আনলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা।

মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়া লাশ উদ্ধার করে প্রাথমিক সুরাহাল রিপোর্ট তৈরী করা হয়েছে এবং নিহত আল-আমিনের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে ফাঠানো হয়েছে এবং মামলারও প্রস্তুতি চলছে।

এ ঘটনায় অভিযুক্ত হেলাল ভূইয়ার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়াসহ তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।

নিহত আল-আমিনের স্ত্রী ও দুইকন্যাসহ তিনটি সন্তান রয়েছে। আর সন্ত্রাসী হেলাল ভুইয়া মোংলা এলাকায় একজন বখাটে সন্ত্রাসী, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

rupsha