রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল ও দেশী মদসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার মো. মোশারেফ হোসেনের ছেলে মো. রিপন শেখ (২২) ও একই এলাকার মৃত্যু রবি হাওলাদারের ছেলে মো. সোহেল (২৩)।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই নাসির উদ্দীন রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় গৌরম্ভা বাজারের মন্দিরের সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করেন।
এ সময় তাদের কাছে দেশী মদ পাওয়া যায়। ওই সময় তাদের কাছে থাকা রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম কাগজপত্র বিহীন একটি মোটরসাইকেল ও মদসহ দুই আসামীকে আটক ও তাদেরকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply