রূপসা প্রতিনিধি : খুলনা ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদী দারা গতকাল বৃহস্পতিবার রূপসা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন এবং বিভিন্ন পথসভায় বক্তৃতা করেন।
তিনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আইচগাতি ইউনিয়নের রাজাপুর , দুর্জনীমহল , শোলপুর, আব্দুরের মোড় , শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার , বাধাল, মহিষাগুনি , শ্রীফলতলা পালেরহাট , ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর , কচাতলা সহ রূপসা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ফকির, তাহিদুল ইসলাম, হাবিবুর রহমান, ,সাবেক চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, যুবলীগ নেতা সুব্রত বাকচী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলম খা, শেখ নজরুল ইসলাম, ঠাকুর মল্লিক, ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা মোল্লা সবুজ , সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
এছাড়া তিনি রুপসা উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রয়াত শ,ম জাহাঙ্গীরকে দেখতে যান ।
[…] ৩৬ আসনে ৪৯৮৪ ভোট কেন্দ্র প্রস্তুত রূপসায় স্বতন্ত্র প্রার্থী দারার গণস… রূপসা উপজেলা আ’লীগ নেতা […]