রূপসা প্রতিনিধিঃ আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী,রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশা আজ ১১ মে বিকালে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ি, ডোবা বাজার, গোয়ারা, শিয়ালি বাজার, চাঁদপুর ও বামনডাঙ্গা বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় গনসংযোগ ও উঠান বৈঠক করেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুস্তাইন তালুকদার, টুকু মিনা,খোকা শেখ, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সচিব তাহিদুল ইসলাম মোল্যা, আওয়ামীলীগ নেতা মিহির মুখার্জী, রেজোয়ান শেখ, জাবেদ তালুকদার, ইলিয়াজ মিনা,ঘাটভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মনির ফকির, ডাঃ শুভ, তরুন দাস, খায়রুল মোল্যা, খিরু মিনা, কামরুল মুন্সী, ইলাহি মিনা, রূপসা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রূপম দাস, নান্নু মিনা, গৌরাঙ্গ অধিকারী, বিকাশ দাস, হাবিব মিনা,সোহেল ফকির, পরী অধিকারী, রাহুল শিকদার, বরুন দাস, আসলাম হোসেন, শাহাদুল মোল্যা, মারুফ মুন্সী, জিহাদুল মুন্সী,জফর তরফদার,জাকির আলী, শিপন মোল্লা, মুরাদ মোল্লা, মোল্লা ফরহাদ হোসেন, কালাম সরদার,নাদিম মুন্সী, আশ্রাফ সরদার, আরিফ মোল্লা, ফজলে হোসেন শৈশব, সালাউদ্দিন, নাঈম শেখ, মনা, আজিজুল, নওরাজ, মাহফুজুর রহমান মানিক, সুফিয়ান, শ্যামল, রাজু, রাজীব মোল্যা, হানজালা, মুন্না, হিরন ফকির, হিরণ শেখ প্রমুখ।
Leave a Reply