রূপসা প্রতিনিধি : রূপসায় খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় এলাকাবাসী ও পলাশের অনুসারীরা ২৭ নভেম্বর জেলখানা ঘাটে প্রতিবাদ সমাবেশ করে। এসময় ঘাটের যাত্রী পারাপারের ট্রলার এক ঘন্টা বন্ধ থাকে।
সমাবেশে খুলনা জেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, যুবলীগ নেতা বিপুল মজুমদার, জামাল ফকির, ইউপি সদস্য সোহেল মল্লিক, হাসান আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষসহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। প্রতিবাদ সমাবেশ থেকে এঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৪-আসনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণার পর গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ৭টায় মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশের রাজাপুর বাড়িতে আনন্দ মিছিলকারীরা বিকট আওয়াজে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ক্যান্সারে আক্রান্ত তার বৃদ্ধ পিতা ও শিশু সন্তানসহ এলাকাবাসী আতঙ্কিত হয়ে ওঠেন।
এব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন বলেন, ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য কাজ করে যাচ্ছে। এই ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
Leave a Reply