নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ এলাকায় ভিসন এশিয়া জুটমিলের গোডাউনে ২১অক্টোবর (শনিবার) দুপুর সোয়া ১২টায় ভয়াবহ অগ্নিকাÐ ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের স‚ত্রপাত হয়েছে বলে জানা গেছে।
প্রতাক্ষদর্শী ও এলাকাবাসি জানায় বেলা সোয়া ১২টার দিকে উপজেলার পিঠাভোগ ভিশন এশিয়া জুট মিলের পাটবোঝাই গোডাউনে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিক্ষার সাথে ধোয়ার কুন্ডলি চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও মিলের শ্রমিকরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টার করে ব্যার্থ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় পৌনে ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে জুটমিলের গাড়ী ও গোডাউনের সেড ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাÐে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
খুলনা ফায়ার সার্ভিসের সহাকরী পরিচালক মো. ফারুক হোসেন শিকদার বলেন, ‘অগ্নিকাÐের খবর পেয়ে খুলনা সদর, রূপসা ও তেরখাদার ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
ভিসন জুট মিলের এমডি মোঃ আরিফুল ইসলাম বলেন, আমি খুলনা অফিসে ছিলাম, আগুন লাগার সংবাদ শুনে ফায়ার সার্ভিসকে অবগত করি এবং তাৎক্ষণিকভাবে মিলে ছুটে আসি। এসে দেখি মিলের শ্রমিক, ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন আনুমানিক ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে হিসাবের পর বিস্তারিত জানাতে পারব।
Leave a Reply