রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া ও তালতলা ওয়ার্ডবাসীর আয়োজনে খুলনা-৪ আসনে স্বতন্ত্র কেটলি প্রতীকের প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারার পক্ষে শো-ডাউন গনসংযোগ ও পথসভা আজ ৩ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয়।পথসভায় বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য শাহিন আক্তার লিপি, খুলনা
জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, আওয়ামীলীগ নেতা সোহেল জুনায়েদ, খান হাবিবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী জিন্নাত রেহেনা, ইউপি সদস্য কানিজ ফাতেমা, রেশমা পারভিন, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান খোকন, রনজিত হালদার, আনিসুর রহমান টুকু, রফিকুল শেখ, সত্যন্দ্রনাথ পাল, রবীন্দ্রনাথ দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খান জাহিদ হাসান, হামীম কবীর রুবেল, তালতলা ইউপি সদস্য রঞ্জু হালদার, যুবলীগ নেতা কামরুজ্জামান পাপলু, সাদ্দাম হোসেন, তাহমিদ বাশার তিশাদ, মুসা মোল্যা সবুজ, নিখিল পাল, আবুল কালাম আজাদ, নির্মল দত্ত খোকন দাস, জাফর খান, হিমায়েত শেখ, মতিয়ার শেখ, সৈয়দ মুসা, মেঘরাজ, মজিদ মোড়ল, দিপক পাল, সফিকুর রহমান সবুজ, মিরাজুল ইসলাম রিফাত, হৃদয় বর্দ্ধন প্রমূখ।
[…] জামানত বাতিল রাত পোহালেই ভোট রূপসায় স্বতন্ত্র কেটলি প্রতীকের প্রা… “গনতন্ত্রের ধারা বজায় রাখতে নৌকা […]