নিজস্ব প্রতিবেদক : রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার এলাকায় আওয়ামীলীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও একে অপরের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ভিকটিম মহিশাগুনী গ্রামের শেখ সৈয়দ আলীর পুত্র বিল্লাল শেখ বাদী হয়ে ১৪৩/৩২৩/ ৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/১১৪/৫০৬ পেনাল কোড ১৮৬০ ধারায় এ মামলা দায়ের করেন।
মামলার বর্ননা মতে আসামি ফারুক মল্লিক(৪৮), মোঃ জাহিদ শেখ (৩২) মোঃ লিঠু মল্লিক (৪৫), এসএম হাবিব (৫০), ইকরামুল মোড়ল (৪৮), মহিদ মোড়ল (৪৮), ওহিদ মোড়ল (৫৬), আরিফ মোড়ল(৪০), ইমলাক মল্লিক (৩০), জিয়া শেখ (৪৬), মিজান মোড়ল (৪৬), মিলন মোল্যা (৩৫), সাগর শেখ (২৫), মনির শেখ (৪৮), কালা শেখ (৩২), সুমন মোড়ল (২৮), শহিদুল মোড়ল (৪২) সহ অজ্ঞাত নামা ১০/১৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়েছে ২২ ডিসেম্বর পৌনে বারোটার সময় আসামিরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে লোহার রড ধারালো রাম দা চাইনিজ কুড়াল ধারালো দা লোহার হাতুড়ি বাঁশের লাঠি ভেলা নিয়ে ভুক্তভোগীদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও জখম করে। এসময় ভুক্তভোগীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পুলিশ জোয়ার, বাধাল, মহিশাগুনী এলাকায় অভিযান চালিয়ে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব, ফারুক মল্লিক, মহিদুল ইসলাম এবং জাহিদকে গ্রেফতার করে এবং গতকাল শনিবার তাদেরকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার ওসি শওকত কবীর জানান ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যহত রয়েছে।
উল্লেখ্য রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের জোয়ার এলাকায় একটি সাইকেল ভ্যানের হাটের দখল নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে গত ২২ ডিসেম্বর সংঘর্ষ হয়।
[…] […]
[…] নির্বাচন কেন্দ্রের অফিস উদ্বোধন রূপসায় আটক আ’লীগ নেতা এস এম হাবিবসহ… ডুমুরিয়া-ফুলতলা আসনে স্বতন্ত্র […]