এনায়েত আলী বিশ^াস, বটিয়াঘাটা : ঘূূর্ণিঝড় রেমালের প্রকোপে লন্ড ভন্ড হয়ে পড়েছে বটিয়াঘাটা বাজারের কাজীবাছা তীরস্থ দোকানপাট ও বসবাসকারী ১০টি পরিবার। জলোচ্ছ্বাসে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পানি রাস্তা ছাপিয়ে বাজার ও দোকানপাটে পানি উঠে যায়। প্রবল বাতাসে ঢেউ এর আঘাতে নদীর তীর ধসে যাওয়ায় দোকান ও বসত ঘর নদীতে বিলীন হয়ে গেছে। কিসমত ফুলতলার বরইতলা ওয়াবদা রাস্তা অর্ধেক পরিমাণ ধসে পড়েছে। ঢেউএর আঘাতে পানির তোড়ে উপজেলার বহু স্থানে নদী তীরে বসবাসকারী ছিন্নমূল মানুষদের ঘরবাড়ী ভেঙে পড়েছে। অনেক পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেদ্রে আশ্রয় নেয়। তবে আশ্রয় কেন্দ্রে অন্যদের রেখে লালচাঁদ (৩৬) ঘরেছিল তার বাড়ি উপজেলার গাওঘরা গ্রামে। গভীর রাতে ঘরের উপর গাছ পরে তার মৃত্যু ঘটে। ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে সড়ক বিভাগ, ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসন বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের ব্যবস্থা করছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বটিয়াঘাটা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
[…] কর্মকর্তারা, খুশি সেবাগ্রহিতারা রেমালের দাপটে বটিয়াঘাটায় ব্যাপক ক্ষত… সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই […]