এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সাহসী এবং অগ্রগতিশীল উন্নয়ন কৌশল গ্রহণের ফলে যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও উল্লেখযোগ্য সামাজিক অগ্রগতির মাধ্যমে বাংলাদেশকে দ্রুত উন্নয়নের পথে নিয়ে এসেছে। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সরকার ও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা অসুস্থ-দরিদ্র, ধনী-গরিব ও প্রতিবন্ধীসহ সকল পর্যায়ের মানুষের উন্নয়নের জন্য নানাবিধ প্রকল্প গ্রহণের মাধ্যমে নিরলস কাজ করে চলছে।
১৪ নভেম্বর সন্ধ্যায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অসুস্থ ও দরিদ্র ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক, সংসদ সদস্যের ঐচ্ছিক অনুদানের চেক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রীসমূহ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন এমপি আব্দুস সালাম মূর্শেদী।
তিনি বলেন, আজ যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে কীভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা, এমডিজি অর্জন, এসডিজি বাস্তবায়নসহ শিক্ষা, স্বাস্থ্য, লিঙ্গ সমতা, কৃষি, দারিদ্র্যসীমা হ্রাস, গড় আয়ু বৃদ্ধি, রপ্তানীমূখী শিল্পায়ন, ১০০ টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, পোশাক শিল্প, ঔষধ শিল্প, রপ্তানী আয় বৃদ্ধিসহ নানা অর্থনৈতিক সূচক।
পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রোরেলসহ দেশের মেগা প্রকল্পসমূহ পুরো দেশটিকে পাল্টিয়ে দিয়েছে। এমপি আরো বলেন, ‘আসুন দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’
রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ.ম. আব্দুস সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন বাদশা, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ফিরোজ মনা, রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ,ঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার অহিদুজ্জামান মিজান, নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন- আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আরিফুর রহমান মোল্লা, মোরশেদুল আলম বাবু, যুগ্ম- সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আক্তার ফারুক, রূপসা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান শেখ, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ বেনজীর হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন, সপ্না রানী পাল, হোসনেয়ার হেনা, ফ ম আইয়ুব আলী, যুবলীগ নেতা শামসুল আলম বাবু, মইনুদ্দিন, শফিকুর রহমান ইমন প্রমুখ ।
Leave a Reply