কপিলমুনি প্রতিনিধি : রবিবার দিবাগত রাত ১২ টার দিকে সাতক্ষীরা জেলা তালা উপজেলার জালালপুর রোডস্থ শাখারীপাড়া মোড়ে সড়ক দূর্ঘটনার কপিলমুনির ছেলে সৌরভ দত্তের মার্মন্তিক মূত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে কপিলমুনি পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, কপিলমুনি এলাকার প্রদীপ দত্তের ছেলে সৌরভ দত্তসহ তার বন্ধুরা দুটি মোটরসাইকেল যোগে রবিবার অষ্টমী পুজা দেখতে সাতক্ষীরায় যায়।
রাতে পুজাদেখে বাড়ী ফেরার পথিমধ্যে তালা উপজেলার জালালপুরের শাখারীপাড়া মোড় ক্রারাসিং করতে গিয়ে কারেন্টের পিলারে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যায় সে। সাথে সাথে ঘটনাস্থলে তার মূত্যু হয় বলে জানাগেছে।
এসময় তার অপর বন্ধুরা দূর্ঘটনার স্বীকার হয়। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগী আহত ব্যাক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে।
তবে ঘটনাস্থলে সৌরভ দত্তের মূত্যু হয়। তার করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply