বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিজয় দিবস উপল‌ক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকত পলি‌থিন বর্জ্য প‌রিচ্ছন্নতার উ‌দ্যোগ গ্রহন পটুয়াখালীর কলাপাড়ায় “শিক্ষা শিশুর অধিকার” বিষ‌য়ে আস্থা প্রক‌ল্পের মতবিনিময় মানুষ মানু‌ষের জন্য একটু সহানু‌ভু‌তি কি মানুষ পে‌তে পা‌রে না রূপসায় রুগ্ন গরু জবাইয়ে ব্যর্থ হয়ে সাংবাদিকের উপর চটলেন কসাই দুই মাছ কোম্পানি থেকে ৫৬০ কেজি চিংড়ি জব্দ, আড়াই লাখ টাকা জরিমানা মোংলা কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও হরিণের মাংসসহ আটক-৩ বাগেরহাটে খানপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ তালায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা শীর্ষক যুব সংলাপ তালায় নাগরিক কমিটির মাসিক সভা খালেদা জিয়া ও বিএনপি নেতা মিকাঈলের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় আ’লীগ কর্মীরা

সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় আ’লীগ কর্মীরা

সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় আ’লীগ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক বিজয়ের পর থেকে খুলনা মহানগরসহ জেলার বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর, লুটপাট ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান দখলে বেপরোয়া হয়ে উঠেছে একটি মহল। ছাত্র আন্দোলনে এদের কোন অংশিদারিত্ব না থাকলেও ব্যক্তি আক্রোশ মিটাতে বিএনপির আনন্দ মিছিলে কৌশলে অনুপ্রবেশ করে তারা এইসব ধ্বংস লিলা চালাচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে।

বিএনপির আনন্দ মিছিলে অংশগ্রহণকারী অনেককেই বিগত দিনে দেখা যেত আওয়ামীলী লীগের সভা-সমাবেশ ও মিছিলে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দ হামলা-ভাংচুর ও লুটপাটের মত জঘন্য কর্মকান্ড থেকে বিরত থাকার পাশাপাশি সংখ্যা লঘুদের নিরাপত্তা দিতে বার বার নির্দেশনা দিলেও তা মানা হচ্ছেনা।

ফলে জেলার, দাকোপ, বটিয়াঘাটা, রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ডুমুরিয়া, ফুলতলা, পাইকগাছা ও দাকোপ উপপজেলা এলাকার জনজীবনে অস্বস্তি বিরাজ করছে।

এদিকে পুলিশের কর্মবিরোতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় সড়কের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার শিক্ষার্থীরা। খুলনা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সড়কে যোগ দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র সদস্যবৃন্দ।

এছাড়া হামলা ও ভাংচুরে ধ্বংসলিলায় পরিণত খুলনা প্রেসক্লাবসহ সরকারি প্রতিষ্ঠান পরিস্কারও করছেন শিক্ষার্থীরা।
অপরদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন খুলনা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর শীর্ষ নেতারা।

এর মধ্যে রয়েছেন-খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়ায় সাবেক চার এমপি। তাদের সবার মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাড়িতেও কাউকে পাওয়া যায়নি। এদিকে সিনিয়র নেতারা আত্মগোপনে চলে যাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে কর্মীরা। হামলার ভয়ে অনেকে রাতে বাড়িতে থাকছে না।

খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের বাড়িতে গত রোববার বিকেলে দুই দফা হামলা ও ভাঙচুর করে ছাত্র-জনতা। এর পরদিন ভোরে বাড়ি ছাড়েন তিনি। এখন কোথায় আছেন, তা বলতে পারছেন না কেউই।

স্থানীয়রা জানান, তিনি দাকোপ উপজেলার রামনগর গ্রামের বাড়িতে নেই। খুলনা-২ আসনে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপির বাড়ি নগরীর শেরেবাংলা রোডে। “শেখ বাড়ি” নামে পরিচিত বাড়িটিতে গত রোববার ও সোমবার কয়েক দফা হামলা, ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয়। এর আগে থেকেই ওই বাড়িতে নেই জুয়েল ও তাঁর তিন ভাই।

এ ছাড়া খুলনা-৩ আসনের বিদায়ী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনের খালিশপুর এলাকার অফিস ভাঙচুর হয়েছে গত সোমবার। তিনি কোথায় আছেন তা জানে না স্থানীয়রা।

এলাকা ছেড়েছেন খুলনা-৫ আসনের এমপি সদ্য সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দও। গত সোমবার বাড়িতে অগ্নিসংযোগ করার পর এলাকা ছাড়েন তিনি। তবে খুলনা-৪ আসনের এমপি শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদী ঢাকায় এবং খুলনা-৬ আসনের মো. রশীদুজ্জামান মোড়ল কয়রা উপজেলায় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ অসুস্থ। তিনি বাড়িতে রয়েছেন বলে জানা গেছে। বর্তমানে আত্মগোপনে থাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারীর বাড়িতে হয়েছে হামলা। আর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানাকে গত রোববার দলীয় কার্যালয় চত্বরে পিটিয়ে গুরুতর আহত করেন আন্দোলনকারীরা। তিনি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। পরদিন হামলা ও ভাঙচুর হয়েছে নগরীর ট্যাংক রোডে তার বাড়িতে।

এছাড়া আত্মগোপনে চলে গেছেন খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ মো. আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলোর বেশির ভাগ নেতাকর্মী।

বোন রেহানাসহ দেশ ছাড়লেন শেখ হাসিনা

সংবাদটি শেয়ার করুন

One response to “সড়কের শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় আ’লীগ কর্মীরা”

  1. La weekly says:

    La weekly There is definately a lot to find out about this subject. I like all the points you made

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *