নিজস্ব প্রতিবেদক : সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নয়নের পথে এগিয়ে চলেছে মোংলা বন্দর। ২২ মে মোংলা বন্দরের জেটিতে ৮৯৮টি গাড়ি বোঝাই জাহাজসহ একসাথে ভিড়েছে ৩টি জাহাজ। এনিয়ে একদিনে ০৫টি জাহাজ আগমন করেছে। পূর্বের রেকর্ড ভেঙ্গে জাহাজ আগমন, কার্গো হ্যান্ডলিং, রাজস্ব আয় সব সূচক রয়েছে ঊর্ধ্বমুখী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে মোট ৬৩টি জাহাজ এসেছে এ বন্দরে। অন্যদিকে গত বছর এপ্রিল মাসে জাহাজ এসেছিল মোট ৫২টি। সে তুলনায় গত বছরের এপ্রিল মাসের তুলনায় এ বছরের এপ্রিল মাসে বেশি এসেছে ১১ টি জাহাজ।
এপ্রিল, ২০২৪ মাসে ৬.৩৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছে অন্যদিকে এপ্রিল, ২০২৩ মাসে ৪.৬৭ লক্ষ মেট্রিক টন কার্গো হ্যান্ডল করা হয়েছিল অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ১.৭০ লক্ষ মেট্রিক টন কার্গো বেশি হ্যান্ডল করা হয়েছে।
এ মাসে মাসে ইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছে ২১৮৯টি। অন্যদিকে গত বছর একই সময় ইইউজ কন্টেইনার হ্যান্ডল করা হয়েছিল ১৮২২টি। অর্থাৎ এ বছরের এপ্রিল মাসে ৩৬৭ টিইইউজ কন্টেইনার বেশি হ্যান্ডল করা হয়েছে।
এছাড়া এপ্রিলে রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ৪ কোটি ১ লক্ষ ৯২ হাজার টাকা রাজস্ব বেশি। অপরদিকে চলতি বছরের এপ্রিল মাসে মোট ৮ টি কন্টেইনার জাহাজ এসেছে যা মোংলা বন্দরের ইতিহাসে এক অনন্য রেকর্ড।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ অর্থবছরের এপ্রিল, ২০২৪ পর্যন্ত বন্দরে মোট ৭২৬টি জাহাজ এসেছে অন্যদিকে ২০২২-২০২৩ অর্থবছরের এপ্রিল পর্যন্ত মোট ৭০৮টি জাহাজ এসেছিল। যা গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট ১৮টি জাহাজ বেশি। চলতি অর্থ বছরের সবকটি সূচকে এখন পর্যন্ত সন্তোষজনক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
[…] […]