নিজস্ব প্রতিবেদক: জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনাকালে দেশের সর্বস্তরের মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকে।
এ কারনে এদেশের তৃনমুল পর্যায়ের জনগন বারবার শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ করে দিচ্ছে। পক্ষান্তরে বিএনপির শাসনামলে এ দেশের মানুষ নির্যাতন এবং জুলুমের শিকার হত। একারনে দেশের জনগন বিএনপিকে বার বার বয়কট করছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য সামনে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন।
বঙ্গবন্ধু নিজেকে প্রধানমন্ত্রী নন, তিনি নিজেকে জনগণের সেবক মনে করতেন। তাই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। তিনি গতকাল শনিবার তেরখাদা উপজেলা সদরের সাহা পাড়া, কালীবাড়ি মন্দির সহ বিভিন্ন মন্দিরে নিজ উদ্যোগে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতা মোজাফফার মোল্লা, রকিবুল ইসলাম লাবু, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম অহিদুজ্জামান, মনোয়ার হোসেন, উত্তম বিশ্বাস, আরিফুজ্জামান অরুণ, তাপস বিশ্বাস, নীল মনি, বিকাশ দাস প্রমূখ।
Leave a Reply