রূপসা প্রতিনিধি : রূপসার নৈহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড (বাগমারা, চর রূপসা) কৃষক লীগের সহ-সভাপতি মোঃ বাবু শেখের উপর হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ মে বেলা ১১ টায় পূর্ব রূপসা বাস স্টান্ডে এই মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় দুষ্কৃতিকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তৃতা করেন আহত বাবুর ভাই মোঃ লাবু শেখ, সুজন, মিরাজ, আরিফুল, রিমেল ও আলামিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল রাতে ৪/৫ জন দুষ্কৃতিকারী বাবুর উপর নৃশংসভাবে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply