নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মহানগর সাধারণ সম্পাদক এম ডিএ বাবুল রানাসহ আওয়ামী লীগের ৭৫ নেতার নামে মামলা দায়ের হয়েছে।
সাত নম্বর ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ২১ আগস্ট মহানগরীর খালিশপুর থানায় মামলাটি দায়ের করেন নগরের সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিষ মৈত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৫০ জন অজ্ঞাতপরিচয়, মামলা নম্বর চার।
Leave a Reply