বিশেষ ঘোষণা :
*নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন *নতুন সকাল ডটকম পড়ুন ও বিজ্ঞাপন দিন
সংবাদ শিরোনাম :
বিলাস হালদার রূপসা উপজেলা বিএনপির সদস্য মনোনীত রূপসায় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রূপসা মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিনকে অব্যহতি প্রদানের দাবিতে লিখিত অভিযোগ ফকিরহাটে ইউএনওর হাতে বন্যার্তদের জন্য অর্থ  দিলেন বিএনপি নেতা পলাশ  বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা আ’লীগ নেতার ষড়যন্ত্রে ১৫ বছরেও এমপিও ভুক্ত হয়নি খুলনার ২ প্রতিষ্ঠান পটুয়াখালীতে যুব‌দের দক্ষতা বৃ‌দ্ধি প্র‌শিক্ষন অনু‌ষ্ঠিত বন্যা কবলিত ফেনী জেলা পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান ফুলবাড়ি মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন বটিয়াঘাটার হাঙ্গার প্রজেক্টরে পিএফজি গ্রুপের পূজামন্দির পরিদর্শন
খুলনার ৬টি আসনে নৌকার প্রার্থী জয়

খুলনার ৬টি আসনে নৌকার প্রার্থী জয়

খুলনার ৬টি আসনে নৌকা পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক : খুলনার ৬টি আসনে  নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ ক‌রে‌ছে। প্রতিটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্ব‌ি প্রার্থীর চে‌য়ে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়লাভ ক‌রেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তরের সর্বশেষ ফলাফল অনুযায়ী খুলনা-১ আসনের ১১০টি কেন্দ্রের সবকটিতে নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডল ১ লাখ ৪২ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ঈগল প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৫হাজার ২৬২ ভোট।

খুলনা-২ আসনে ১৫৭টি কেন্দ্রে সবক‌টির ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েল জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ৯৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো. গাউছুল আজম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৪১ ভোট।

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ওখানজাহান আলী) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম কামাল হোসেন। ১১৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি পেয়েছেন ৯০ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ আল-মামুন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৭৩ ভোট।

খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। ১৩৩টি কেন্দ্রে সবকটির ফলাফলে তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮৬ হাজার ১৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারা কেটলি প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮৯৩ ভোট।

খুলনা-৫ (ডুমু‌রিয়া, ফুলতলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ জয়ী হ‌য়ে‌ছেন। ১৩৫‌টি কে‌ন্দ্রের সবক‌টি‌র ফলাফ‌লে নৌকা প্রতী‌কে তি‌নি পে‌য়ে‌ছেন ১ লাখ ১০ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন পেয়েছেন ৯৩ হাজার ৭৭ ভোট।

খুলনা-৬ (পাইকগাছা, কয়রা) আসনে মো. রশিদুজ্জামান বিজয়ী হ‌য়ে‌ছেন। ১৪২ টি কে‌ন্দ্রের সবকয়টি‌র ফলাফ‌লে নৌকা প্রতী‌কে তি‌নি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্ব‌ন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম পেয়েছেন ৫১ হাজার ৪৭৪ ভোট।

 

ঝিনাইদহের ৩টিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সংবাদটি শেয়ার করুন

One response to “খুলনার ৬টি আসনে নৌকার প্রার্থী জয়”

  1. […] বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার জয়ী খুলনার ৬ আসনে নৌকার প্রার্থী জয়ী ঝিনাইদহের ৩টিতে নৌকা ও একটিতে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
নিবন্ধনের জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল। অনুমতি ছাড়া এই পোর্টালের কোন সংবাদ কপি করে অন্য কোথাও প্রকাশ করা থেকে বিরত থাকুন।