নিজস্ব প্রতিবেদক : খুলনায় চারতলা একটি বাড়ির চিলেকোঠা থেকে মিথুন মন্ডল নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জানুয়ারি দুপুরে মির্জাপুর ইউসুফ রোডের ২৩ নম্বর বাড়ির চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড়ির মালিক খালিদ খান বলেন, মিথুন চার বছর ধরে আমার ভবনের চিলেকোঠায় একাই থাকতেন। তার গ্রামের বাড়ি রামপাল। ঘর ভাড়া নেওয়ার সময় তিনি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন বলে জানান। পরে কী করতেন, তা জানা নেই।
তিনি বলেন, সোমবার তার ঘরের দরজা চাপানো ছিল। ডাকলে তিনি বের হননি। আমি ঘরে চলে যাই।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের ঘরের ভাড়াটিয়া আমাকে সংবাদ দিলে এসে দেখি ঘরের মধ্যে তার মরদেহ ঝুলছিল। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেছে। তার বাবা-মাকে সংবাদ দিয়েছি, তারা আসছেন।
খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বোধন বিশ্বাস জানান, চারতলায় চিলেকোঠায় ওই যুবকের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি দুই-তিন দিন আগে আত্মহত্যা করেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
[…] গড়ে উঠতে পারে-খুলনা বিভাগীয় কমিশনার খুলনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নৌবাহিনীর চট্টগ্রাম ও খুলনায় সমুদ্র […]