নিজস্ব প্রতিবেদক : খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানী টিভির ২য় বর্ষপূর্তি পালিত হয়েছে।
সোমবার সকালে খুলনা জেলা পরিষদের হল চত্বরে আনন্দঘন মূহুর্তে কেক কেটে ৩য় বর্ষের শুভ সূচনা করা হয়। রাজধানী টিভির খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক খুলনার নির্বাহী সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম, দৈনিক খুলনার বার্তা সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, জাতীয় দৈনিক খবরের কাগজের খুলনা ব্যুরো প্রধান মো. মাকসুদ রহমান, দৈনিক যুগান্তরের খুলনা প্রতিনিধি নূর ইসলাম রকি, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ নুরুজ্জামান, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মো: কামরুল আলম, দৈনিক খুলনার স্টাফ রিপোর্টার আসাফুর রহমান কাজল, মেহেদী হাসান, রাজধানী টেলিভিশনের ক্যামেরা পার্সন প্রসেনজিৎ মধ্যম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজধানী টেলিভিশনের খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদ।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেক কাটা শেষে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা রাজধানী টিভির জেলা প্রতিনিধিকে সাধুবাদ জানান। রাজধানী টিভির সার্বিক মঙ্গল কামনাসহ আরও সফলতা কামনা করে।
Leave a Reply