নিজস্ব প্রতিবেদক : ওপরে নীল আকাশ। আকাশের নিচ দিয়ে সাদা সাদা তুলোর মতো মেঘ বাতাসে ভেসে যাচ্ছে। কিছু দূর দূর থেকে দেখা যাচ্ছে আকাশে পাখি। জাহাজ চলছে।
চলছে ছোট ছোট ডিংগি নৌকা। কোলাহল আর যানজটের শহর খুলনা ছেড়ে এমন পরিবেশে একটা দিন পার করেছে ঐতিহ্যবাহী খুলনা জিলা স্কুলের ১৯৯৯ সালের এসএসসির ব্যাচ।
গতকাল প্রচন্ড গরমের মধ্যে তারা রূপসী রুপসা নদী ও ভৈরব নদে রিভারক্রুজ করেছেন।
খুলনা জিলা স্কুল ‘৯৯ ব্যাচ। শতাব্দীর শেষ ব্যাচ এসএসসি পরীক্ষার পর স্কুলের গন্ডি পেরিয়েছে ২৫ বছর। শৈশব-কৈশোরের সেই ছেলেগুলি আজ সমাজের বিভিন্ন স্তরে স্বীয় কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত।
গতকাল এক জমকালো রিভার ক্রুজের মাধ্যমে খুলনা জিলা স্কুল এর ‘৯৯ ব্যাচের সিলভার জুবিলী উদযাপন হয়েছে।
[…] […]